Protest:ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৪ ঢাকা প্রতিনিধিঃ ঢাকার সূত্রাপুর থানায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের প্রায় ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে ভাঙচুর ও গুলিভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে মামলা হয়েছে। গতকাল রোববার (২৪ নভেম্বর), থানার উপ-পরিদর্শক এ কে এম হাসান মাহমুদুল কবীর বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। সূত্রাপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখার সাব-ইন্সপেক্টর অনুপ দাস এ তথ্য নিশ্চিত করেছেন। মামলায় উল্লেখ করা হয়েছে যে, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ বিভিন্ন কলেজের প্রায় ৮ হাজার শিক্ষার্থী গত ২৪ নভেম্বর রোববার অবৈধভাবে একত্রিত হয়ে দাঙ্গা করে। তারা মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে, সরকারি পিস্তলের গুলিভর্তি ম্যাগাজিন চুরি করেছে এবং সরকারি গাড়ি (এপিসি) ভাঙচুর করেছে। এছাড়া, তারা পুলিশ সদস্যদের উপর আক্রমণ করেছে, জীবননাশের হুমকি দিয়েছে এবং জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এই সকল অপরাধের মাধ্যমে তারা সরকারি কাজে বাধা দিয়েছে এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করেছে। মামলায় আরও উল্লেখ করা হয়েছে যে, এই ঘটনায় পুলিশের এপিসি কার এবং মোটরসাইকেল ভাঙচুরের ফলে প্রায় দুই লাখ ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আলোচিত সংবাদ বিষয়: