4 accused arrested: শ্রীমঙ্গল থানার পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামী গ্রেফতার সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৪ মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক জাগছড়া চা-বাগান,উত্তর-উত্তরসুর, জালালিয়া ও সোনার বাংলা এলাকা থেকে মোট ৪ আসামীকে গ্রেফতার করা হয়েছে। এসআই শ্যামল কুমার নন্দী অভিযানে গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে শুক্রবার (০৮ নভেম্বর) জানান;’গত বৃহস্পতিবার (০৭ নভেম্বর) শ্রীমঙ্গল থানার এএসআই মো. নাজমুল হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত মোট ৪জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত অভিযানে জিআর ১৮৭/০৬ (সদর) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি উপজেলার জাগছড়া চা-বাগান এলাকার গোপাল মৃধার ছেলে রামু মৃধা (২৬)’কে গ্রেফতার করেন। এছাড়াও এসআই শ্যামল কুমার নন্দী,এসআই মহিবুর রহমান, এসআই/সুব্রত চন্দ্র দাস অভিযান চালিয়ে জিআর ৮৩/২৪ (শ্রী) এর ওয়ারেন্টভুক্ত আসামি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তর-উত্তরসুর এলাকার আহাদ মিয়ার ছেলে মো. রুমন মিয়াকে শহরতলীর শাহীবাগ থেকে গ্রেফতার করেন। অপর এক অভিযানে জিআর ২৮৮/২০ (শ্রী) এর ওয়ারেন্টভুক্ত আসামি শ্রীমঙ্গল সোনারবাংলা রোডের হাজী আব্দুল হান্নান এর ছেলে আব্দুর রহিমকে গ্রেফতার করেন। অন্য এক অভিযানে জিআর ৩১৬/২২ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত আসামি শহরের জালালিয়া সড়কের মো. কালা মিয়ার ছেলে মো. রাজন মিয়া (২২) গ্রেফতার করা হয়’। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান,’ গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের কড়া নিরাপত্তার মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে’। সিলেট ২৪ বাংলা/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আইন-আদালত বিষয়: ArrestMoulvibazarPoliceSreemangal