শ্রীমঙ্গলে জাল নোটসহ আবারও গ্রেফতার যুগেন্দ্র সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, মে ২২, ২০২৫ বাপ্পি দেব (শ্রীমঙ্গল): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাল বাংলাদেশি টাকা ও ভারতীয় রুপি উদ্ধার হয়েছে। অভিযানে পুরনো আসামি যুগেন্দ্র মল্লিক (৪১) আবারও গ্রেফতার হয়েছেন। বুধবার সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৭৭ হাজার টাকা মূল্যমানের বাংলাদেশি জাল নোট,৩ হাজার ৯০০ টাকার ভারতীয় জাল রুপি এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জাল নোটগুলো ছিল তার গোয়ালঘরের খড়ের নিচে লুকানো। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। যুগেন্দ্র মল্লিক মৃত দেবেন্দ্র মল্লিকের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন,দীর্ঘদিন ধরেই তিনি জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত এবং আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে এই টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল তার। উল্লেখযোগ্যভাবে,২০২৩ সালের ফেব্রুয়ারিতেও র্যাবের অভিযানে প্রায় ৭০ লাখ টাকার জাল বাংলাদেশি নোট ও ১৪ লাখ টাকার ভারতীয় রুপিসহ তাকে গ্রেফতার করা হয়েছিল। জেলা গোয়েন্দা শাখার ইনস্পেক্টর (নিরস্ত্র) মোঃ মাহবুবুর রহমান মোল্লা জানান,“ঈদ সামনে রেখে জাল টাকার চলাচল রোধে বিশেষ নজরদারি চলছে। যুগেন্দ্রের অন্যান্য সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।” পুলিশ বিভাগ জানিয়েছে,ঈদ উপলক্ষে পশুর হাট ও বাজারে যেন কেউ জাল টাকা ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আইন-আদালত বিষয়: ArrestDB policeMoulvibazarSreemangalSylhet Pratidin