জামিন না পেয়ে কারাগারে ব্যারিস্টার সুমন,ক্ষোভ ঝারলেন আদালত চত্বরে সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫ নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় জামিন না পেয়ে কারাগারে পাঠানো হলো হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে। সোমবার (৭ এপ্রিল) বিকালে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম জামিন শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে দুপুর আড়াইটার দিকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তাকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এসময় তার হাতে পেছনমুখীভাবে হ্যান্ডকাফ পরানো ছিল। শুনানি শেষে বিকেল সোয়া ৪টার দিকে আবার তাকে জেলা কারাগারে নেওয়া হয়। আদালত চত্বরেই সাংবাদিকদের উদ্দেশ্যে ব্যারিস্টার সুমন বলেন,“ছয়টি হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরী জামিন পান,অথচ আমি মাত্র ৩২৩ ধারার (শারীরিক আঘাত) মামলায় পাঁচ মাস ধরে জামিন পাচ্ছি না। আমি স্পষ্টতই বৈষম্যের শিকার। আমি প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করছি।” মামলা সূত্রে জানা গেছে,গত বছরের ১৬ জুলাই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে একটি সমাবেশে হামলার অভিযোগ ওঠে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে। এতে বেশ কয়েকজন আহত হন। পরবর্তীতে ১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন বাদী হয়ে ৯৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০০ জনকে অভিযুক্ত করে মামলা করেন। এ মামলায় ব্যারিস্টার সুমনকে ঢাকায় গ্রেফতার করে পুলিশ। এরপর চুনারুঘাট থানায় দায়ের হওয়া মামলায় তাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। হবিগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক শেখ নাজমুল হক জানিয়েছেন,এ মামলার পাশাপাশি ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে রাজধানীর মিরপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলায়ও তাকে গত বছরের ২১ অক্টোবর গ্রেফতার দেখানো হয়। সম্প্রতি তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে স্থানান্তর করে হবিগঞ্জ জেলা কারাগারে আনা হয়। আজকের শুনানিতে তার জামিন আবেদন নামঞ্জুর করে আদালত পুনরায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ব্যারিস্টার সুমনের জামিন না মেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ও আইনজীবী মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে “প্রভাবিত বিচারিক প্রক্রিয়া” বলে উল্লেখ করছেন, আবার অনেকেই বলছেন,”আইনের চোখে সবাই সমান,তাই প্রক্রিয়ার মধ্য দিয়েই যেতে হবে।” সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আইন-আদালত বিষয়: HabiganjLaw & CourtNews updateSylhetSylhet Pratidin