মাধবপুরে ঈদে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি নজরদারি: নিরাপদ বাজার সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৫ শেখ জাহান রনি (মাধবপুর প্রতিনিধি): ঈদকে সামনে রেখে মাধবপুরে চুরি,ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধে পুলিশি টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। সিলেট বিভাগের প্রবেশদ্বার ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে দুটি অস্থায়ী ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে,যার মাধ্যমে পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে নিয়েছে। এর ফলে মাধবপুর বাজার,বাস টার্মিনাল ও হাটবাজারসহ বিভিন্ন এলাকায় অপরাধ কমেছে। প্রতিবছর ঈদ উপলক্ষে মাধবপুর বাজারে চুরি ও ছিনতাই একটি সাধারণ ঘটনা হয়ে উঠেছিল। তবে,এবার পুলিশের সক্রিয় নজরদারি ও ওয়াচ টাওয়ারের কার্যকর ভূমিকার কারণে এসব অপরাধ শূন্যের কোঠায় পৌঁছেছে। বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন,পুলিশ তাদের সহযোগিতার মাধ্যমে বাজারকে নিরাপদ করেছে এবং এখন তারা নিশ্চিন্তে ব্যবসা চালাতে পারছেন। মাধবপুর বাজার কমিটির সভাপতি এমরান খান জানান,”এবার ঈদের সময়ে পূর্বের মতো অপরাধের ঘটনা ঘটেনি। পুলিশের উদ্যোগে পরিস্থিতি অনেক উন্নত হয়েছে এবং ব্যবসায়ীরা আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করছে।” এছাড়া,ঢাকা-সিলেট মহাসড়কে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর ও মাধবপুর উপজেলায় দুটি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। এর ফলে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান,”ঈদ উপলক্ষে বিপণিবিতান,হাট বাজার এবং সড়কগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ,র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছে। আমরা ছিনতাইকারী,ডাকাত ও অজ্ঞান পার্টির সদস্যদের ধরতে বিশেষ টিম গঠন করেছি।” মাধবপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক উন্নত এবং পুলিশ এই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সতর্ক অবস্থানে রয়েছে। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আইন-আদালত বিষয়: HabiganjLaw & CourtMadhabpurNews updateSylhet Pratidin