পীরগঞ্জে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৫

হাসিনুজ্জামান মিন্টু (ঠাকুরগাঁও প্রতিনিধি):

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩

বুধবার দিবাগত রাতে উপজেলার দস্তমপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন:- দানাজপুর গ্রামের হাসমত আলীর ছেলে হাসিনুর রহমান, দস্তমপুর মধ্যপাড়ার সুরুজ আলীর ছেলে মো. মর্তুল এবং হিরালাল মর্শার ছেলে রতন শর্মা।

 

র‌্যাব সূত্রে জানা যায়,পীরগঞ্জ উপজেলার চৌরঙ্গী বাজার–ফকিরগঞ্জ সড়কের পাশের একটি ধানক্ষেতে মাদক বেচাকেনার সময় র‌্যাব-১৩ এর দিনাজপুর টহল দল অভিযানে যায়। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৪৯৭ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ৬,৯০০ টাকা উদ্ধার করা হয়।

 

পরে আটক ব্যক্তিদের পীরগঞ্জ থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, র‌্যাবের সুবেদার ইউনুস আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন এবং আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সিলেট প্রতিদিন/এসডি.