শমশেরনগরে ভুয়া ফার্মেসিতে অভিযান,বিপুল পরিমাণ অবৈধ ওষুধ জব্দ

প্রকাশিত: ৭:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২৫

আমিনুর রহমান (মৌলভীবাজার প্রতিনিধি)

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে অনুমোদনহীন ও অবৈধ ওষুধ বিক্রির অভিযোগে বাবুল মিয়া নামের এক ব্যক্তির দোকানে অভিযান চালিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। সোমবার (১৭ মার্চ) দুপুরে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ জব্দ করা হয়।

 

মৌলভীবাজার ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রশিদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দেখা যায়, বাবুল মিয়া দীর্ঘদিন ধরে রেলস্টেশন সংলগ্ন একটি দোকানে অনুমোদনহীন ওষুধ বিক্রি করছিলেন। তিনি বিভিন্ন ফার্মেসি ও হাতুড়ে চিকিৎসকদের কাছে স্বল্পমূল্যে পাইকারি ওষুধ সরবরাহ করতেন। অভিযানকালে তার দোকান থেকে অজানা কোম্পানির ওষুধ, স্টেরয়েডসমৃদ্ধ হারবাল ওষুধ, বৈদ্যুতিক সরঞ্জাম এবং বিপুল পরিমাণ ভিজিটিং কার্ড জব্দ করা হয়।

 

জানা যায়,বাবুল মিয়া ফার্মেসির কোনো সরকারি নিবন্ধন ছাড়াই শুধুমাত্র ইউনিয়ন পরিষদ থেকে “ফাইজা ফার্মেসি” নামে একটি ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা চালিয়ে আসছিলেন। শমশেরনগর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি আব্দুল আজিজ বাবলু জানান, “বাবুল আমাদের সমিতির সদস্য নন। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ওষুধ বিক্রি করছেন। আমি চাই, শমশেরনগরের সব ওষুধ ব্যবসায়ী বৈধভাবে ব্যবসা পরিচালনা করুক।”

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ জানান,”বিশেষ তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। বাবুলের দোকান থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

 

ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে,এলাকায় অনিবন্ধিত ওষুধ বিক্রেতাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

সিলেট প্রতিদিন/এসডি.