মাধবপুরে বিজিবির অভিযানে ১ কোটি ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৫

শেখ জাহান রনি (মাধবপুর প্রতিনিধি)

ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ১ কোটি ৩০ লাখ ৮৪০ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ করেছে।

 

সোমবার (১৭ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন মুক্তিযোদ্ধা চত্বরে ব্যারিকেড বসিয়ে একটি কাভার্ড ভ্যান আটক করে। বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিল আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছেঃ-

১) ৪৩,২০০ পিস ভারতীয় স্কিন শাইন ক্রিম। 

২) ৮৭১ পিস ভারতীয় ফেসওয়াশ।

৩) ৮৯০ প্যাকেট ভারতীয় ট্যাং।

 

বিজিবি সূত্রে জানা যায়,’এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে আনা হচ্ছিল এবং তা দেশের বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল। অভিযানে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে’।

 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে,’সীমান্তপথে অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে অভিযান আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

সিলেট প্রতিদিন/এসডি.