ধর্মপাশায় যুবলীগ নেতা শরীফ আল মামুন গ্রেফতার;নাশকতার মামলায় আদালতে প্রেরণ সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫ নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রাম থেকে গত শনিবার রাতে গ্রেফতার হয়েছেন যুবলীগ নেতা শরীফ আল মামুন (৩০)। তিনি পাইকুরাটি ইউনিয়ন যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ধর্মপাশা থানার পুলিশ সূত্রে জানা গেছে,’শরীফ আল মামুনকে নাশকতার প্রস্ততির অভিযোগে গত বছরের ৭ ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫-২০ জন অজ্ঞাতনামা আসামি হিসেবে আছেন’। রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে আদালতের মাধ্যমে শরীফ আল মামুনকে কারাগারে পাঠানো হয়। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানান,’শনিবার রাত সাড়ে ৯টার দিকে সুনই গ্রামের একটি মনোহারী দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়’। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আইন-আদালত বিষয়: ArrestAwami leagueDistrict NewsSunamganjSylhetSylhet Pratidinধর্মপাশা