মৌলভীবাজারে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে অভিযান;১১ লাখ টাকা জরিমানা সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫ তিমির বণিক: মৌলভীবাজার জেলায় টিলা কাটাসহ পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১১ লাখ ৩৪ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তর,সিলেট বিভাগীয় কার্যালয়। জানা গেছে,গত (৫ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইং-এর শুনানি শেষে এই জরিমানা করা হয়। উক্ত অভিযানে টিলা কাটার অপরাধে ৪ ব্যক্তিকে মোট ১,৪০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ মুরগির খামার পরিচালনার দায়ে মৌলভীবাজার সদর উপজেলার জনতা পোল্ট্রি ফার্ম,বর্ষিজোড়া ইকো পার্ককে ৯,৯৪,০০০ টাকা জরিমানা করা হয়েছে। টিলা কাটা সংক্রান্ত জরিমানা: ১) আব্দুর রহিম (কমলগঞ্জ): ৮৭,৬০০ টাকা। ২) মোছাঃ তাহমিনা আক্তার (কুলাউড়া): ২৬,৪০০ টাকা। ৩) মোহন গোস্বামী (জুড়ি): ১৮,০০০ টাকা। ৪) ধনপতি রুদ্র পাল (জুড়ি): ১৮,০০০ টাকা। অবৈধভাবে মুরগির খামার পরিচালনার অভিযোগে মোঃ মাহমুদুল হাসান,জনতা পোল্ট্রি ফার্ম (বর্ষিজোড়া ইকো পার্ক)-৯,৯৪,০০০ টাকা। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে,’পরিবেশ রক্ষায় ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে’। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আইন-আদালত বিষয়: District NewsMoulvibazarSylhet Pratidinমৌলভীবাজার