ফখরুর হত্যা:পলাতক রায়হান অবশেষে গ্রেফতার

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫

সত্যজিৎ দাস:

মৌলভীবাজারের সদর উপজেলার আগিউন এলাকায় ফখরুর ইসলাম হত্যা মামলার প্রধান আসামি রায়হান মিয়াকে অবশেষে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (রাত ২টা) হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার খনকিনিপাড়া থেকে তাকে আটক করা হয়

গ্রেফতারকৃত রায়হান মিয়া (২০) মৌলভীবাজার সদর থানার আগিউন গ্রামের গোলাপ মিয়ার ছেলে।

 

র‍্যাবের তথ্যমতে,’আগিউন গ্রামে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত বছরের ১৩ অক্টোবর বিকেলে টিটু মিয়া রায়হান মিয়ার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলার শিকার হন। চিৎকার শুনে তার ভাই ফখরুর ইসলাম ছুটে গেলে তাকেও নির্মমভাবে আঘাত করা হয়। পরে গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন’।

 

এ ঘটনায় নিহতের ভাই কাজী মো. টিটু মিয়া বাদী হয়ে মৌলভীবাজার থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই প্রধান আসামি রায়হান মিয়া পলাতক ছিল।

 

অবশেষে র‍্যাবের অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়,মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সিলেট প্রতিদিন/এসডি.