মৌলভীবাজারে মোটরসাইকেল চোরচক্রের হোতা গ্রেফতার;উদ্ধার ৩টি বাইক

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৫

সত্যজিৎ দাস:

মৌলভীবাজারের জুড়ীতে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

 

রবিবার (২ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরদিন সোমবার (৩ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তিনজনকে জেলহাজতে পাঠানো হয়,আর এক আসামিকে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলেন:-

১) তায়েফ হোসেন (৪০),জুড়ী উপজেলার দিঘলবাগ গ্রামের সবু মিয়ার ছেলে।  

২) মো. ইব্রাহিম (৩৬),বেলাগাঁও গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।  

৩) আবু সুফিয়ান (২০),বিয়ানীবাজার উপজেলার মুল্লাপুর ইউনিয়নের আষ্টসাংগন গ্রামের কবির আহমেদের ছেলে।  

৪) আলী হোসেন (৩০),সিলেটের জকিগঞ্জ উপজেলার কাদিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।  

 

পুলিশি সুত্রে জানা গেছে,’গত কয়েক মাসে জুড়ী উপজেলার বিভিন্ন স্থান থেকে ৩৫-৪০টি মোটরসাইকেল চুরি হয়েছে। সম্প্রতি ২৬ জানুয়ারি জুড়ীর শাহপুর গ্রামে ফটিক মিয়ার ছেলে আবুল কালামের মোটরসাইকেল চুরি হয়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তিনি গত ২ ফেব্রুয়ারি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

 

এরপর অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) কামরুল ইসলামের নির্দেশনায় ও জুড়ী থানার ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায়। এসআই মো. মামুন মিয়া ও এসআই পঙ্কজ দাস এর নেতৃত্বে অভিযান চালিয়ে তায়েফ হোসেন ও মো. ইব্রাহিমকে প্রথমে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী আবু সুফিয়ান ও আলী হোসেনকেও আটক করা হয়। অভিযানে চুরি হওয়া তিনটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে

 

জুড়ী থানার ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়া জানান, গ্রেফতারকৃতরা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আরও তদন্তের জন্য তাদের রিমান্ডের আবেদন করা হবে।

 

মোটরসাইকেল চুরি নিয়ে দীর্ঘদিনের আতঙ্কের পর পুলিশের এই সফল অভিযানে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল মালিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

 

সিলেট প্রতিদিন/এসডি.