মৌলভীবাজারে টিলা কেটে রিসোর্ট;তিন লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ৮:০৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

তিমির বণিক:

মৌলভীবাজার সদর উপজেলার গোমড়া এলাকায় পরিবেশ ধ্বংস করে টিলা কাটার অভিযোগে বন ও পাহাড় রিসোর্টকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে রিসোর্টটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার

 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রিয়াজুল ইসলাম ও মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশের একটি দল সহযোগিতা করে।

 

সরকারি অনুমোদন ছাড়াই পরিচালিত এই রিসোর্টটির মালিকানায় রয়েছেন হাসান আহমেদ জাবেদ,ফয়সল আহমেদ,সৈয়দ আবুল কালাম আজাদ পারভেজ,শাজাহান উদ্দিন ভূঁইয়া,জহির মিয়া ও ডা. সোহেল রানা। পরিবেশ সংরক্ষণ ও টিলা কাটার অপরাধে প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

পরিবেশ অধিদপ্তর জানায়,”টিলা কাটা শুধু পরিবেশের জন্য ক্ষতিকর নয়,এটি আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযানের নেতৃত্বদানকারী কর্মকর্তারা জানান,পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে”।

 

স্থানীয়দের মতে,”এই উদ্যোগ পরিবেশ সুরক্ষায় একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে“।

সিলেট প্রতিদিন/এসডি.