সিলেটে আবাসিক হোটেল থেকে ৪ নারী গ্রেফতার

প্রকাশিত: ৮:৪৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪

সিলেট প্রতিনিধি:

সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কাজের দায়ে ৪ নারীকে গ্রেফতার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এসএমপি ডিবির অভিযানে নগরীর সুরমা মার্কেটস্থ নিউ সুরমা হোটেল এর ২য় ও ৩য় তলার বিভিন্ন কক্ষে অভিযান পরিচালনা করে এদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন;
(১) মুন্নি আক্তার (৩০),পিতা- বাহার মিয়া,মাতা- তাজবাহার,সাং- নোয়াখালী
(২) তৃষা (২৯),পিতা- মো. আলা উদ্দিন শেখ,মাতা- মর্জিনা বেগম,সাং- নড়াইল
(৩) বিবি কুলসুমা (২৬),পিতা- আব্দুল ওহাব,মাতা- রিনা আক্তার,সাং-চট্টগ্রাম
(৪) মুন্নি বেগম (২২),পিতা আনোয়ার হোসেন,মাতা- শিউলি,সাং-শ্রীপুর

এডিসি,মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,আসামীদের বিরুদ্ধে এসএমপি কোতোয়ালী মডেল থানার নন এফআইআর নং-৫৩০ তাং-২৭/১২/ ২০২৪ খ্রিঃ, ধারা সিলেট মহানগরী পুলিশ আইন,২০০৯ এর ৭৭ রুজু করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

সিলেট প্রতিনিধি/এসডি.