জগন্নাথপুরে সড়ক ভাঙন,হাওরের বোরো ফসল হুমকিতে

প্রকাশিত: ৮:১০ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২৫

মোঃ মুকিম উদ্দিন (জগন্নাথপুর প্রতিনিধি):

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লাউতলা রসুলগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে, যার ফলে যানচলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। এছাড়া, আগাম বন্যার শঙ্কায় স্থানীয় কৃষকরা দুশ্চিন্তায় রয়েছেন,কারণ ভেঙে যাওয়া সড়ক দিয়ে অনিয়ন্ত্রিতভাবে পানি প্রবেশ করলে হাওরের বোরো ফসল প্লাবিত হতে পারে।

সোমবার (১৭ মার্চ) সরেজমিনে ঘুরে দেখা যায়,পাটলী ইউনিয়নের লাউতলা এলাকায় সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে, এমনকি একটি কালভার্টও সম্পূর্ণ ধসে পড়েছে। ফলে এলাকাবাসী সড়কের পাশে অস্থায়ী পথ তৈরি করে যানচলাচলের চেষ্টা করছেন। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এই দুরবস্থা চলতে থাকায় বিলচর, ঐয়ারবন্দ, দারারপেট, জাহিরবন্দ, কুনারবন্দ, ডিগারকুলসহ আশপাশের বেশ কয়েকটি হাওরের কৃষকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা দুলাল মিয়া বলেন,”২০২২ সালের বন্যায় সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন সাময়িকভাবে মাটি ভরাট করা হলেও পরবর্তীতে পাহাড়ি ঢলে আবার ভেঙে যায়। এখন বর্ষা এলেই পানির স্রোত বাধাহীনভাবে হাওরে প্রবেশ করবে, ফলে বোরো ফসলের ব্যাপক ক্ষতি হবে। এছাড়া,সড়কের এই দুরবস্থার কারণে সাধারণ মানুষের চলাচলও কঠিন হয়ে পড়েছে।”

 

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা সবুজ কুমার শীল জানান,”এই সড়কের ভাঙন পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন নয়।” অন্যদিকে, জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা সোহরাব হোসেন বলেন,”সড়ক সংস্কারের টেন্ডার ইতোমধ্যে হয়ে গেছে এবং খুব শিগগিরই কাজ শুরু হবে।”

 

এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কের সংস্কারকাজ সম্পন্ন করা না হলে বর্ষার শুরুতেই হাওরের ফসল নষ্ট হয়ে যাবে এবং যোগাযোগ ব্যবস্থা আরও দুর্বল হয়ে পড়বে। কৃষকদের পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

সিলেট প্রতিদিন/এসডি.