মোস্তাফিজুর রুমেনের ঈদ শুভেচ্ছা:ধর্মীয় সম্প্রীতি ও একতার আহ্বান

প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২৫

সত্যজিৎ দাস:

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১০নং হাজীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার,সদস্য আহ্বায়ক কমিটি, ১০নং হাজীপুর ইউনিয়ন বিএনপি এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী,১০নং হাজীপুর ইউনিয়ন বিএনপি মো: মোস্তাফিজুর রহমান রুমেন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশ-বিদেশের সকল ভাই-বোনদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদের এই বিশেষ দিনে তিনি সকলের জীবনে শান্তি,সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

 

এছাড়াও,মোস্তাফিজুর রহমান রুমেন কুলাউড়াবাসীকে আহ্বান জানিয়েছেন ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এবং ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর জন্য

 

তিনি বলেন,“ঈদ আমাদের শিখিয়েছে মানবতার চেতনা, ভালোবাসা ও সহমর্মিতা। আসুন,আমরা সবাই একে অপরের পাশে দাঁড়িয়ে কুলাউড়াকে আরও শান্তিপূর্ণ ও সুসম্বদ্ধ সমাজে পরিণত করি।”

 

এ বিষয়ে তিনি পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ বাণী উল্লেখ করেন: “إنما المؤمنون إخوة” (সুরা হুজুরাত, ৪৯:১০)।

অর্থাৎঃ- “মুমিনরা পরস্পরের ভাই-বোন।” (কোরআন,সুরা হুজুরাত: ১০)

সিলেট প্রতিদিন/এসডি.