সহকারী অ্যাটর্নি জেনারেল মুকুলকে গণসংবর্ধনা সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৫ হাসিনুজ্জামান মিন্টু (ঠাকুরগাঁও প্রতিনিধি): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (৩ এপ্রিল) রাতে পৌর শহরের শিবদিঘি কাঁচা বাজার মার্কেটে আয়োজিত এ গণসংবর্ধনায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। আয়োজকরা ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন নবনিযুক্ত সহকারী অ্যাটর্নি জেনারেলের হাতে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন; ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এন্তাজুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ ফরিদ, রাণীশংকৈল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মতিন বিশ্বাস, সাবেক পৌর মেয়র মোকলেসুর রহমান, প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজিজার রহমান প্রমুখ। বক্তারা মোস্তাফিজুর রহমান মুকুলের সাফল্যের প্রশংসা করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সংবর্ধনা শেষে ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আইনজীবী, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp নাগরিক সংবাদ বিষয়: News updateSylhet PratidinThakurgaon