বিআইএস মৌলভীবাজারের দুই যুগ পূর্তি উদযাপন

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

সত্যজিৎ দাস:

মৌলভীবাজারের ঐতিহ্যবাহী মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন রহ. ইসলামী সোসাইটি (বিআইএস) তাদের দুই যুগ পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও জেলার সর্ববৃহৎ মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

 

মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সোমবার (২৪ ফেব্রুয়ারী) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল প্রফেসর ড. আবু ইউসুফ মোহাম্মদ শেরউজ্জামান ও মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইএস-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব।

 

জেলার সাতটি উপজেলার তিন হাজারের বেশি শিক্ষার্থী এই মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করে। বিজয়ী ২৩০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

 

ভাইস চ্যান্সেলর ড. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন,”বিআইএস দীর্ঘ ২৪ বছর ধরে মানবতার সেবা ও শিক্ষা উন্নয়নে কাজ করছে,যা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ আগামী প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হবে।”

 

সংগঠনের চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব বলেন,”শিক্ষা ও সমাজ উন্নয়নে দুই যুগ ধরে কাজ করে আসছে বিআইএস। ভবিষ্যতে আরও বৃহৎ মানবিক প্রকল্প বাস্তবায়নে কাজ করব। সকলের সহযোগিতা ও দোয়া থাকলে এই সংগঠন আরও এগিয়ে যাবে।”

 

দুই যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রায় শত শত শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক ও সমাজকর্মী অংশগ্রহণ করেন। তারা ছাতা হাতে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন,যা দেখে সাধারণ মানুষ অভিবাদন জানায়।

 

শুধু শিক্ষা নয়,করোনা মহামারিসহ বিভিন্ন সংকটে বিআইএস-এর মানবিক ভূমিকা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সংগঠনের কার্যক্রমকে আরও সম্প্রসারণের লক্ষ্যে স্থায়ী প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয়ে দুই যুগ পূর্তির এই অনন্য আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।

সিলেট প্রতিদিন/এসডি.