মৌলভীবাজারে একুশের শ্রদ্ধা,ভাষা শহীদদের স্মরণে আবেগঘন আয়োজন সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫ স্টাফ রিপোর্টার: বাংলা ভাষার জন্য প্রাণ বিসর্জন দেয়া শহীদদের স্মরণে মৌলভীবাজারে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে মানুষের ঢল নামে,সবার কণ্ঠে একটাই সুর;- “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,আমি কি ভুলিতে পারি।” ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদী। রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছাম্মদ শাহিনা রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমেদ,পুলিশ সুপার কে এম জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দিনসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রীমঙ্গলে উপজেলা প্রশাসন,পুলিশ,র্যাব-৯,রেলওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস,বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ মিনারে শ্রদ্ধা জানান। বিএনপি নেতা মহসিন মিয়া মধুর পক্ষ থেকে ছাত্রদল,যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহীদদের স্মরণ করেন। এছাড়া প্রেসক্লাব,যুবদল,কৃষকদল,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,সড়ক ও জনপথ বিভাগ,বিদ্যুৎ উন্নয়ন বোর্ড,পানি উন্নয়ন বোর্ড,সদর হাসপাতালসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন সালাম,বরকত,রফিক, জব্বারসহ নাম না জানা অনেক ভাষাসৈনিক। তাদের আত্মত্যাগের পথ ধরেই বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়,যা পরবর্তীতে আমাদের স্বাধীনতা সংগ্রামের পথকে সুগম করে। ভাষা শহীদদের স্মরণে ১৯৯৯ সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে,যা এখন সারা বিশ্বে পালিত হয়। এই দিনে বক্তারা বলেন,“বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে হলে শুধু আনুষ্ঠানিকতা নয়,বরং এই ভাষাকে সর্বস্তরে আরও সমৃদ্ধ করতে হবে। ভাষার বিকৃতি রোধ,সঠিক চর্চা এবং নতুন প্রজন্মের কাছে এর গুরুত্ব তুলে ধরার দায়িত্ব সবার।” একুশের চেতনা শুধু একদিনের নয়,এটি আমাদের আত্মপরিচয়ের ভিত্তি। মাতৃভাষার অধিকার রক্ষার এই আন্দোলন বিশ্বজুড়ে সব ভাষাভাষী মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp জেলার খবর বিষয়: 21 FebruaryDistrict NewsMoulvibazarNews updateSylhet Pratidinএকুশে ফেব্রুয়ারীমাতৃভাষা দিবস