উদীচী বানিয়াচং শাখার অষ্টম সম্মেলনে নতুন কমিটি গঠন সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫ হবিগঞ্জ জেলা প্রতিনিধি: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বানিয়াচং শাখার অষ্টম সম্মেলন গত ২৯ জানুয়ারি ঐতিহ্যবাহী শাহজীবাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এতে কবি “স্বপ্না রায়” সভাপতি এবং তবলা বাদক “নয়ন মনি দাস ” সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নতুন ১৭ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে উল্লেখযোগ্য সদস্যরা হলেনঃ- ১) সহ-সভাপতি: রিতেষ কুমার বৈষ্ণব। ২) সহ-সাধারণ সম্পাদক: সমাপ্তি রায়। ৩) কোষাধ্যক্ষ: মঞ্জিল মিয়া । ৪) সম্পাদক মণ্ডলীর সদস্য: শ্রাবস্তী রায়, দোলন মিয়া, জাবীর আহমেদ, সুভাষ বৈদ্য,শামীমা বেগম। ৫) কার্যনির্বাহী সদস্য: রিপন চন্দ্র দাশ, দীপিকা রায়, তৌহিদুর রহমান পলাশ, ইমদাদুল হোসেন খান, রবিউল আলম সেলিম। সম্মেলনে সঞ্চালনা করেন রিতেষ কুমার বৈষ্ণব এবং সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি রিপন চন্দ্র দাশ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন;উদীচী হবিগঞ্জ জেলা সংসদের সভাপতি বন্ধুমঙ্গল রায়। সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাশ করার পর নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। স্মরণযোগ্যভাবে,জাতীয় পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রিপন চন্দ্র দাশ এবং কার্যনির্বাহী কমিটির একটি সদস্যপদ পরবর্তীতে কো-অপ্ট করা হবে। সম্মেলন শেষে নতুন কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান বন্ধুমঙ্গল রায়। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp জেলার খবর বিষয়: District NewsHabiganjNews updateSylhet Pratidinবানিয়াচং