শ্রীমঙ্গল থেকে রোমানিয়া,রাসেলের বিশ্বজয়ী পদচারণা

প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৫

বাপ্পি দেব:

আন্তর্জাতিক অর্থনীতি ও কূটনৈতিক সম্পর্ক বিষয়ক উচ্চতর শিক্ষায় বিরল সাফল্য অর্জন করেছেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের মির্জা রাসেল আলম। তিনি রোমানিয়ার স্বনামধন্য Romanian-American University’র International Business School থেকে International Economic Relations & Economic Diplomacy বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

 

মির্জা রাসেল শ্রীমঙ্গল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের কনিষ্ঠতম পুত্র। ২০০৪ সালে রাইফেল হাই স্কুল থেকে এসএসসি ও ২০০৭ সালে শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ২০১৮ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। দীর্ঘ ১২ বছরের স্টাডি গ্যাপ থাকলেও তার অদম্য ইচ্ছা ও অধ্যবসায়ের কাছে সেটি কোনো বাধাই হয়ে দাঁড়ায়নি।

 

২০২২ সালে উচ্চশিক্ষার লক্ষ্যে রোমানিয়া পাড়ি জমান মির্জা রাসেল। পড়াশোনার পাশাপাশি তিনি বুখারেস্টে “Mirza Overseas Schengen FRL” নামে একটি রিক্রুটিং এজেন্সি প্রতিষ্ঠা করেন,যেটি বাংলাদেশি কর্মীদের ইউরোপের বিভিন্ন দেশে কাজের সুযোগ করে দিচ্ছে। রোমানিয়ার ভৌগোলিক ও অর্থনৈতিক অবস্থান বাংলাদেশি শ্রমবাজারের জন্য একটি সম্ভাবনাময় দিক উন্মোচন করছে,এই উদ্যোগ তারই বাস্তব প্রমাণ।

 

এই অসাধারণ অর্জনে মির্জা রাসেলকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। তিনি বলেন,“এই অর্জন শুধু একাডেমিক নয়, বরং বৈশ্বিক অর্থনৈতিক সম্পর্ক এবং কূটনৈতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার দ্বার উন্মোচন করল।”

 

ভবিষ্যতে তিনি পিএইচডি করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তার মতে,রোমানিয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ গন্তব্য। উন্নত শিক্ষাব্যবস্থা ও তুলনামূলকভাবে কম খরচ,এই দুয়ের সংমিশ্রণে উচ্চশিক্ষার এক আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠেছে দেশটি।

সিলেট প্রতিদিন/এসডি.