শ্রীমঙ্গলে ছিনতাই নাটক,ধরা পড়লো ২ প্রতারক সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, জুন ৫, ২০২৫ বাপ্পি দেব (শ্রীমঙ্গল): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছিনতাইয়ের নাটক সাজিয়ে বিকাশের টাকা আত্মসাতের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ লাখ ২১ হাজার টাকা। ঘটনার মূল হোতা বিকাশ ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) খলিলুর রহমান আক্তার (৩২)। জানা গেছে,তিনি আর্থিক সংকটে পড়ে প্রতারণার আশ্রয় নেন। তার সহযোগী হিসেবে যুক্ত ছিলেন সহকর্মী সাইদুল ইসলাম (৩৫)। শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান,গত ৪ জুন সন্ধ্যায় আশিদ্রোন-ভোজপুর সড়কে তিতপুর এলাকার একটি ব্রিজে ছিনতাইয়ের অভিযোগ আসে। অভিযোগকারী খলিলুর জানান,মোটরসাইকেলে যাওয়ার পথে অজ্ঞাত দুই ব্যক্তি তার পথরোধ করে ছুরি দেখিয়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। তবে পুলিশ শুরু থেকেই ঘটনাটি সন্দেহজনক মনে করে। তদন্তে দেখা যায়,ঘটনাস্থলের বিবরণ,আঘাতের ধরন ও সময়সীমা সব কিছুতেই ছিল অসঙ্গতি। গভীর তদন্তে বেরিয়ে আসে,পুরো বিষয়টি ছিল পূর্বপরিকল্পিত। আসলে ছিনতাই নয়,বরং খলিলুর নিজেই মোটরসাইকেল থামিয়ে সাইদুলের হাতে নিজের ওপর ‘হালকা হামলা’ করান। এরপর টাকা নিয়ে পালিয়ে যায় সাইদুল। উদ্দেশ্য ছিল;বিকাশের টাকা আত্মসাৎ। পুলিশ পরে খলিলুরকে তার বাড়ি থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি সত্য ঘটনা স্বীকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী সাইদুলকেও গ্রেফতার করা হয় এবং উদ্ধার হয় আত্মসাৎকৃত ২ লাখ ২১ হাজার টাকা। ওসি মো. আমিনুল ইসলাম বলেন,“প্রথম থেকেই আমরা ঘটনাটিকে ভিন্নভাবে বিশ্লেষণ করেছি। দ্রুত তদন্তের মাধ্যমে প্রতারণার নাটক ভেদ করতে পেরেছি। অপরাধ করে কেউ পার পাবে না।” মৌলভীবাজার জেলা পুলিশ জানিয়েছে,এমন প্রতারণামূলক ঘটনার বিরুদ্ধে তাদের কঠোর নজরদারি ও আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আইন-আদালত বিষয়: Law & CourtMoulvibazarNews updateSreemangalSylhet Pratidin