দুই পরিবারের স্বপ্নভঙ্গ:সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৫ সত্যজিৎ দাস: আনন্দযাত্রা পরিণত হলো চরম ট্র্যাজেডিতে। কক্সবাজার ভ্রমণে যাওয়া হলো না দুটি পরিবারের সদস্যদের। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই মাইক্রোবাসে থাকা দুই পরিবারের ৯ জন ও মাইক্রোবাস চালক প্রাণ হারিয়েছেন। বুধবার (৩ এপ্রিল) সকালে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হলে আরও দুইজনের মৃত্যু হয়। বর্তমানে আরও তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। সকালের শান্ত আলোয় যখন সবাই নতুন দিনের স্বপ্ন দেখছিলেন,তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। ঝিনাইদহ ও ঢাকার দুটি পরিবারের সদস্যরা একসঙ্গে মাইক্রোবাসে করে যাচ্ছিলেন কক্সবাজারের উদ্দেশ্যে। কিন্তু সেই আনন্দযাত্রা পরিণত হয় করুণ পরিণতিতে। স্থানীয় ও সনাতনী সেচ্ছাসেবী ফাউন্ডেশনের সহায়তায় আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়,যেখানে আরও একজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়,যেখানে আরও দুইজন মৃত্যুবরণ করেন। চট্টগ্রাম হাইওয়ে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী,নিহতরা হলেন: ১) দিলীপ বিশ্বাস (৪৩),ঝিনাইদহের শৈলকুপার দুলাল বিশ্বাসের ছেলে। ২) সাধনা মণ্ডল (৩৭),দিলীপ বিশ্বাসের স্ত্রী। ৩) আশীষ মণ্ডল (৫০),দিলীপের শ্বশুর। ৪) রফিকুল ইসলাম শামীম (৪৬),ঢাকার মিরপুরের আব্দুল জব্বারের ছেলে। ৫) লুৎফুন নাহার সুমি (৩৫),রফিকুলের স্ত্রী। ৬) আনিসা (১৬) ৭) লিয়ানা (৮),তাদের দুই মেয়ে। ৮) তানিফা ইয়াসমিন (১৬),রফিকুলের ভাগ্নি। ৯) মুক্তার হোসেন (৬০),রফিকুলের মামা। ১০) মো. ইউসুফ আলী (৫৫),মাইক্রোবাস চালক। অন্যদিকে,১৮ বছর বয়সী দুর্জয় মণ্ডল ও প্রেমা এবং ৭ বছর বয়সী আরধ্যা বিশ্বাস চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আরধ্যা কিছুটা ঝুঁকিমুক্ত এবং সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন তাকে পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে। আহতদের সেবায়ও এই সংগঠন সক্রিয়ভাবে কাজ করছে। এই দুর্ঘটনাস্থলটি এক ভয়ংকর মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এখানে একাধিক দুর্ঘটনায় প্রায় ১৫ জন প্রাণ হারিয়েছেন। ঈদের দিন একই এলাকায় আরেকটি দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়,পরদিনও দুটি মাইক্রোবাস উল্টে আহত হন আটজন। স্থানীয়রা বলছেন,দ্রুতগতির যানবাহন,অপ্রশস্ত সড়ক ও পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবের কারণে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন। এ ধরনের দুর্ঘটনা এড়াতে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি,গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা ও নিয়মিত নিরাপত্তা তদারকির প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। এখন প্রশ্ন,আর কত প্রাণ গেলে এই মৃত্যুর মিছিল থামবে? সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আলোচিত সংবাদ বিষয়: ChittagongCox bazarLuhagraNews updateRoad AccidentSylhet Pratidin