ঈদের বাজারে মা’র সঙ্গে বেরিয়ে চিরবিদায় ৪ বছরের তানহা সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৫ হাসিনুজ্জামান মিন্টু (ঠাকুরগাঁও প্রতিনিধি): ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ঈদের কেনাকাটার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হলো। মায়ের সঙ্গে বাজারে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মাত্র চার বছর বয়সী শিশু তানহা। শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত তানহা গোয়ালকারী গ্রামের বাসিন্দা এবং ডাঙ্গী বাজারের ব্যবসায়ী হুমায়ুন কবীরের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান,’মা-মেয়ে ঈদের পোশাক কিনতে রওনা হয়েছিলেন। পথিমধ্যে দ্রুতগতির একটি যানবাহন হঠাৎ শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়’। খবর পেয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত সরকার তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করেন। স্থানীয়দের দাবি,এলাকায় যান চলাচলের গতি নিয়ন্ত্রণ না থাকায় এ ধরনের দুর্ঘটনা ক্রমেই বাড়ছে। তাঁরা দ্রুত গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। একটি নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক মৃত্যু আমাদের সামষ্টিক ব্যর্থতার প্রতিচ্ছবি—সচেতনতা এবং আইন প্রয়োগের অভাবেই প্রতিদিন ঝরে পড়ছে অমূল্য প্রাণ। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp দুঃসংবাদ বিষয়: AccidentDeathNews updateSylhet PratidinThakurgaon