বানিয়াচংয়ে উদীচী নেত্রীর পিতার ইন্তেকাল;উপজেলা শাখার শোকপ্রকাশ সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫ হবিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বানিয়াচং উপজেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য ও মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা কবি রুবিনা আক্তার রুবি-এর পিতা মোঃ বাবুল মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। শনিবার (১১ জানুয়ারি) ভোরে তার বুকে ব্যাথা উঠলে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে সকাল সাড়ে ৬টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। বানিয়াচং বড়বাজারের জনতা মাইক সাউন্ডের সত্ত্বাধিকারী বাবুল মিয়া উপজেলা সদরের পূর্ব তোপখানা মহল্লার বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী,সন্তান-সন্ততি,আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার (বিকেল ০৪:০০) আছরের নামাজের পর বানিয়াচং রাজবাড়ী সংলগ্ন ৩নং জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। তাঁর জানাজায় বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন। বড়বাজারের জনতা মাইক সাউন্ডের সত্ত্বাধিকারী বাবুল মিয়া’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ‘উদীচী বানিয়াচং উপজেলা শাখা‘-র সভাপতি রিপন চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক রিতেষ কুমার বৈষ্ণব। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp দুঃসংবাদ বিষয়: BaniyachangDeathHabiganjSylhet Pratidinমৃত্যুশোকপ্রকাশ