প্রেমের ফাঁদে অপহরণ,২৫ লাখ দিয়েও বাঁচল না ‘মিলন’ সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫ হাসিনুজ্জামান মিন্টু (ঠাকুরগাঁও প্রতিনিধি): ঠাকুরগাঁওয়ে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের পর মুক্তিপণের ২৫ লাখ টাকা নিয়েও মিলন হোসেন নামের এক কলেজছাত্রকে হত্যা করেছে অপহরণকারীরা। পুলিশ প্রযুক্তির সহায়তায় দুইজনকে গ্রেপ্তার করেছে এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী মিলনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়,২৩ ফেব্রুয়ারি রাতে ঠাকুরগাঁও পলিটেকনিক কলেজের পিছনে এক প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন মিলন। এরপর রাত ১টার দিকে তার পরিবারের কাছে ফোন আসে,জানানো হয় মিলনকে অপহরণ করা হয়েছে এবং মুক্তিপণ দাবি করা হয়। প্রথমে ৩ লাখ টাকা চাওয়া হলেও কয়েক দফায় তা বেড়ে ২৫ লাখে পৌঁছায়। অসহায় পরিবার শেষ পর্যন্ত জমি বিক্রি ও ধারদেনা করে পুরো অর্থ অপহরণকারীদের হাতে তুলে দেয়। কিন্তু তাতেও প্রাণে রক্ষা পাননি ২৩ বছর বয়সী দিনাজপুর পলিটেকনিকের এই শিক্ষার্থী। ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরেই তারা এই মামলায় কাজ করছিলেন। অবশেষে প্রযুক্তির সহায়তায় সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর বিট বাজার এলাকার কথিত সাংবাদিক মো. সেজান আলীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী স্থানীয়দের উপস্থিতিতে সেজান আলীর বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেট থেকে মিলনের গলিত লাশ উদ্ধার করা হয়। অর্থ দিয়ে ছেলেকে ফেরানোর শেষ চেষ্টাটুকুও ব্যর্থ হওয়ায় শোকে পাগলপ্রায় মিলনের পরিবার। তারা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মামুনুর রশিদ জানান,”গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা,তা তদন্ত করে দেখা হচ্ছে।” এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয়রা। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইনে অপরিচিতদের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক হতে হবে,যেন এই ধরনের ঘটনা রোধ করা যায়। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp জেলার খবর বিষয়: Bangladesh PoliceDead bodySylhet PratidinThakurgaon