শাল্লায় “জাতীয় সমাজসেবা দিবস” উদযাপন সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫ নিজস্ব প্রতিনিধি: “নেই পাশে কেউ যার,সমাজসেবা শুধুই তার” প্রতিপাদ্য সামনে রেখে সুনামগঞ্জ জেলা শাল্লা উপজেলায় ২৬ তম জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২ রা জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ থেকে ওয়াকথন করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.তারেক সুলতান এর সভাপতিত্বে সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন; (যুব উন্নয়ন কর্মকর্তা) আতাউর রহমান কাজল,(সমবায় কর্মকর্তা) আবদুল মুহিত.বি.আর,(ডিবি কর্মকর্তা) কামরুল হাসান,উপজেলা প্রকৌশলী মোঃ আরিফ উল্লাহ খান,(উপজেলা একাডেমিক সুপারভাইজার) কালী পদ দাস ও গণমাধ্যমকর্মীসহ,প্রতিবন্ধী সংগঠনের সকল সদস্যবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার সমাজসেবা দিবস উপলক্ষে উপস্থিত সবার মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেন । পরিশেষে সভাপতির বক্তব্যে মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp নাগরিক সংবাদ বিষয়: SunamganjSylhetSylhet Pratidinশাল্লাসুনামগঞ্জ