জুড়ীতে সি এইচ সিপি’র গাফিলতি;চিকিৎসাসেবা ব্যাহত সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫ তিমির বণিক: মৌলভীবাজারের জুড়ী উপজেলার বেশ কিছু কমিউনিটি ক্লিনিকে দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডারদের (সি এইচ সিপি) অবহেলার অভিযোগ উঠেছে। সময় মতো উপস্থিত না হওয়ার কারণে এলাকার সাধারণ মানুষ,বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া রোগীরা,প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। উপজেলার ৬টি ইউনিয়নে ১৭টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। প্রতিটি ক্লিনিকে একজন সি এইচ সিপি নিয়োজিত থাকলেও বেশ কয়েকটি ক্লিনিকে তাদের নির্ধারিত সময় (সকাল ৯টা থেকে বিকেল ৩টা) মানা হচ্ছে না। সরেজমিনে গিয়ে দেখা যায়: ১) খাগটেকা কমিউনিটি ক্লিনিকে রুমি রাণী আচার্য্য সকাল ১১টায় ক্লিনিকে আসেন। ২) পশ্চিম শিলুয়া (সোয়াগীর পার) ক্লিনিকে কল্পনা দাশ নির্ধারিত সময়েও অনুপস্থিত ছিলেন এবং বিকেলেও ক্লিনিকটি তালাবদ্ধ পাওয়া যায়। ৩) ছোট ধামাই কমিউনিটি ক্লিনিকেও একই অবস্থা,বিকেলে গিয়ে ক্লিনিক তালাবদ্ধ পাওয়া গেছে। এছাড়া উপজেলার আরও কয়েকটি কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখা যায় একই দূরাবস্থা। স্থানীয়দের অভিযোগ;”সরকার আমাদের জন্য ক্লিনিক চালু করলেও সি এইচ সিপিরা সময়মতো আসেন না। ফলে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ থেকে বঞ্চিত হচ্ছি। আমরা এই দায়িত্বহীনতার দ্রুত সমাধান চাই,বলেন স্থানীয় কয়েকজন ভুক্তভোগী”। জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ জানান,”অবহেলার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।” মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমান বলেন,”সঠিক সময়ে ক্লিনিক চালু রাখতে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও কেউ দায়িত্বে গাফিলতি করলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।” সরকারের নির্দেশনা উপেক্ষা করে সি এইচ সিপিদের এমন দায়িত্বহীনতা সাধারণ মানুষের জন্য চরম হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা দ্রুত সমস্যার সমাধান এবং স্বাস্থ্যসেবা সঠিকভাবে নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp নাগরিক সংবাদ বিষয়: District NewsMoulvibazarNews updateSylhet Pratidinজুড়ি