BGB:সিলেট সীমান্তে বিজিবির অভিযান, কোটি টাকার চোরাচালান জব্দ সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৪ সিলেট প্রতিনিধিঃ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে ব্যাপক পরিমাণে চোরাচালানের মালামাল জব্দ করেছে। এসব মালামালের মধ্যে রয়েছে এয়ারগান, গুলি এবং অর্ধ কোটি টাকার বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য। গত রবিবার (১৭ নভেম্বর) সকালে পরিচালিত এই অভিযানে বিজিবি জওয়ানরা বিপুল পরিমাণে ভারতীয় থান কাপড়, শাড়ি, মকমল, সিগারেট, বিড়ি, চিনি, চা-পাতা, গরু এবং সুপারি জব্দ করে। বিস্তারিত জব্দকৃত মালামাল: ৫ হাজার ১৫ গজ ভারতীয় থান কাপড় ৭৫ পিস কাতান শাড়ি ২৪২ গজ মকমল থান কাপড় ১০ লাখ পিস ভারতীয় সিগারেট ৫ হাজার ৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি ১ হাজার ৪৫০ কেজি ভারতীয় চিনি ৩১২ কেজি ভারতীয় নিম্নমানের চা-পাতা ০৪ টি ভারতীয় গরু ১৪ হাজার ৪০০ পিস ভারতীয় সুপারি গত রবিবার (১৭ নভেম্বর) সকালে জকিগঞ্জ ব্যাটালিয়নের আলাদা আলাদা দুটি অভিযানে এই মালামাল জব্দ করা হয়। প্রথমে জৈন্তাপুর সীমান্তে বিভিন্ন ধরনের কাপড়, সিগারেট, বিড়ি, চিনি, চা পাতা এবং গরু জব্দ করা হয়। পরবর্তীতে কানাইঘাটের মিকিরপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় এয়ারগান এবং ৩০ রাউন্ড ছররা গুলি উদ্ধার করা হয়। জব্দকৃত সকল মালামালের মোট আনুমানিক মূল্য ৫১ লাখ ৯৩ হাজার ৭০০ টাকা। বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খোন্দকার মো. আসাদু্ন্নবী, পিএসসি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। সিলেট ২৪ বাংলা সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp জেলার খবর বিষয়: