বড়লেখায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাহফিল অনুষ্ঠিত সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৬:৫৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২৪ বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ অক্টোবর) দুপুরে বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা উপজেলা শাখা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো. আলাউদ্দিন শাহ। ফেডারেশন বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন সাঈদের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন মাওলানা খালেদ আহমদ ভানুগাছী। অন্যদের মাঝে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর আমীর মো. এমাদুল ইসলাম, উপদেষ্টা ও বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফয়ছল আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি মাওলানা আহমদ ফারুক, উপদেষ্টা ও বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, মাওলানা হেলাল আহমদ, শ্রমিক নেতা আমিনুল ইসলাম আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বড়লেখা পৌর শাখার সভাপতি ইকবাল হোসেন, শ্রমিক নেতা খলকু মিয়া প্রমুখ। এসময় সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। মাহফিলে বক্তারা বলেন,মহানবী (সা.)-কে বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ প্রেরণ করা হয়েছে। পৃথিবীতে আমাদের জন্য একমাত্র আদর্শ হযরত মুহাম্মদ (সা.)। আমাদের জীবনকে সুন্দর কাঠামো দিয়ে গড়তে সকল ক্ষেত্রে রাসূলের (সা.) আদর্শ এর আদর্শকে ধারণ করতে হবে। সিলেট ২৪ বাংলা/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp জেলার খবর বিষয়: