ফরহাদ মজহার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৪ ডেস্ক নিউজ: দার্শনিক,গবেষক ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (০৪ অক্টোবর) বিকেলে হাসপাতালটির পরিচালক ডা. শফিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ডা. শফিউর রহমান শনিবার (০৫ অক্টোবর) বলেন, ‘ফরহাদ মজহার কাশি,শ্বাসকষ্ট ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে। আজ শনিবার (০৫ অক্টোবর) প্রতিবেদন পেলে বিস্তারিত বলতে পারব। তবে তার বিশ্রাম প্রয়োজন,হাসপাতালে সপ্তাহখানেক থাকা লাগতে পারে।’ পরিবারিক সূত্রে জানা গেছে,কয়েক দিন ধরে ফরহাদ মজহার জ্বরে ভুগছিলেন। গত বৃহস্পতিবার ( সকাল থেকে বেশি অসুস্থ বোধ করায় দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় তার নিউমোনিয়া ধরা পড়ে। শনিবার (০৫ অক্টোবর) দুপুরে বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণার (উবিনিগ) পরিচালক সীমা দাস সিমু গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। সীমা দাস সিমু জানান,চার-পাঁচদিন ধরে ফরহাদ মজহার জ্বরে ভুগছিলেন। শুক্রবার (০৪ অক্টোবর) সকাল থেকে বেশি অসুস্থ বোধ করায় দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে ফরহাদ মজহারের চিকিৎসা শুরু হয় বলেও জানান সিমু। তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। সিলেট ২৪ বাংলা/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp জাতীয় বিষয়: