মৌলভীবাজারে মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫ তিমির বণিক: মৌলভীবাজারের সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ‘থার্স্ট ফর নলেজ’ আয়োজিত জেলা ব্যাপি মেধা যাচাই পরীক্ষা ২০২৪ এর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বদরুন নাহার। থার্স্ট ফর নলেজের সভাপতি বকসী মিসবাহ্ উর রহমান এর সভাপতিত্বে এবং মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন,মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনসুর আলমগীর, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ ড. আবু ইউসুফ মো. শেরউজ্জামানসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ১৩১ জন শিক্ষার্থীকে নগদ টাকা ও শিক্ষা উপকরণসহ সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়। মোট ১ লাখ ৫৬ হাজার টাকার নগদ পুরস্কার এবং ১ লাখ ৫০ হাজার টাকার শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে থার্স্ট ফর নলেজের সাধারণ সম্পাদক মাওলানা বশির আহমদ সঞ্চালনা করেন। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp জেলার খবর বিষয়: District NewsMoulvibazarSylhet Pratidinমেধা যাচাইমৌলভীবাজার