Ancient Discovery: অন্ধ্রপ্রদেশের আবিষ্কার, মানব সভ্যতার ইতিহাস পাল্টে দিল। সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪ ছবিঃ হোমো সেপিয়েন্স ও হোমো ইরেক্টাস। সংগ্রহিতঃ গুগল। বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ অন্ধ্রপ্রদেশে ১ লক্ষ ৩৯ হাজার বছরের পুরনো পাথরের তৈরি অস্ত্রশস্ত্রের আবিষ্কার, বিজ্ঞানীদের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে। এই আবিষ্কার মানব সভ্যতার ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা পুরোপুরি বদলে দিতে পারে। এতদিন বিজ্ঞানীরা মনে করতেন, এই ধরনের জটিল পাথরের হাতিয়ার শুধুমাত্র আধুনিক মানুষ বা হোমো সেপিয়েন্সরা তৈরি করতে পারত। কিন্তু, প্রকাশম জেলার রেতলাপাল্লে নামের এক গ্রামে খনন করে প্রাপ্ত “মধ্য-প্যালিওলিথিক” যুগে তৈরি পাথরের এই হাতিয়ারগুলি সেই ধারণাকে পাল্টে দিয়েছে। এর ফলে, এখন বিজ্ঞানীরা মনে করছেন, হাতিয়ার তৈরির শিল্প সম্ভবত কিছু প্রাচীন বিলুপ্ত মানব-সম প্রজাতিরও জানা ছিল। তবে, ভারতে এমন সুপ্রাচীন অস্ত্র এই প্রথমবার পাওয়া যায়নি। চেন্নাইয়ের কাছে আত্তিরামপাক্কাম নামে এক প্রাগৈতিহাসিক স্থানে খনন করে দুই দশক আগে একই ধরনের পাথরের হাতিয়ার পাওয়া গিয়েছিল। সেগুলির ৩ লক্ষ ৭২ হাজার থেকে লক্ষ ৭০ হাজার বছরের পুরানো বলে অনুমান করা হয়েছিল এবং দশ বছর আগে অন্ধ্র প্রদেশের জ্বলাপুরমে এক প্রত্নতাত্ত্বিক গবেষণায় ৭৭ হাজার বছরের পুরনো পাথরের হাতিয়ার পাওয়া গিয়েছিল। কয়েক বছর আগে আত্তিরামপাক্কামেই, শর্মা সেন্টার ফর হেরিটেজ এডুকেশনের ঐতিহাসিক শান্তি পাপ্পু এবং কুমার অখিলেশ ১৫ লক্ষ বছরের পুরানো হাতিয়ার আবিষ্কার করেছিলেন। এছাড়া, কর্ণাটকে ১২ লক্ষ বছরের পুরানো অস্ত্রশস্ত্রও পাওয়া গিয়েছে। এই আবিষ্কারগুলি দেখে বিজ্ঞানীরা দাবি করেছিলেন, হোমো সেপিয়েন্স বা আধুনিক মানুষ সম্ভবত ১ লক্ষ ২৫ হাজার বছর আগে থেকে এই অঞ্চলে বসবাস করত। তবে, অন্য একদল বিজ্ঞানীদের দাবি, এই প্রাচীন হাতিয়ারগুলি তৈরি করেছিল ‘হোমো ইরেক্টাস’ নামে এক বিলুপ্ত প্রজাতি যারা হোমো সেপিয়েন্সদের পূর্বপুরুষ ছিলেন। ১৬ লক্ষ বছর আগে থেকে অন্তত ২ লক্ষ ৫০ বাজার বছর আগে পর্যন্ত তারা আফ্রিকা এবং এশিয়া জুড়ে বসবাস করত বলে মনে করেন বিশেষজ্ঞরা। ‘পিএলওএস ওয়ান’ নামে একটি জার্নালে ভারতীয় ও জার্মান বিজ্ঞানীদের একটি দল এই গবেষণার ফল প্রকাশ করেছে। ভারতের বিভিন্ন অংশের পাশাপাশি আফ্রিকা ও ইউরোপেও একই সময়কালের অনুরূপ হাতিয়ার পাওয়া গিয়েছে। এই আবিষ্কার মানব সভ্যতার ইতিহাস সম্পর্কে আমাদের ধারণাকে পুনর্বিবেচনা করতে বাধ্য করছে। এটি আবারাও প্রমাণ করে দিয়েছে, হাতিয়ার তৈরির শিল্প আগে ভাবার চেয়ে অনেক পুরনো। সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়: