এসএমএস নয়,এবার QR কোডেই জিমেইল লগইন

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক:

জিমেইল লগইনের নতুন যুগ:এসএমএস নয়,এবার QR কোডেই সুরক্ষা

জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে এতদিন টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) হিসেবে এসএমএস কোড ব্যবহার করা হতো। তবে সেই পুরনো পদ্ধতি বিদায় নিতে চলেছে! গুগল এবার আনছে QR কোড স্ক্যানের মাধ্যমে নতুন লগইন সিস্টেম,যা আগের চেয়ে অনেক বেশি নিরাপদ ও সহজ।

 

কেন বন্ধ হচ্ছে এসএমএস কোড ?

সাইবার অপরাধীরা ফিশিং,সিম সোয়াপিং ও এসএমএস হাইজ্যাকিং এর মাধ্যমে সহজেই এসএমএস কোড চুরি করতে পারে। ফলে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঝুঁকি থেকে যায়। গুগল চাইছে, ইউজারদের আর এই ঝুঁকি নিতে হবে না। তাই তারা QR কোড-ভিত্তিক নতুন অথেনটিকেশন সিস্টেম চালু করছে, যা প্রতিবার নতুন কোড জেনারেট করবে,ফলে হ্যাকিংয়ের সম্ভাবনা থাকবে প্রায় শূন্য।

 

কীভাবে কাজ করবে নতুন QR কোড সিস্টেম ?

প্রথম ধাপ: জিমেইল অ্যাকাউন্টে ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

দ্বিতীয় ধাপ: স্ক্রিনে একটি QR কোড আসবে।

তৃতীয় ধাপ: আপনার অনুমোদিত ফোন বা ডিভাইস দিয়ে QR কোডটি স্ক্যান করুন।

চতুর্থ ধাপ: লগইন সম্পন্ন। কোনো এসএমএস কোডের ঝামেলা নেই।

নতুন পদ্ধতির সুবিধা:

১) ফিশিং ও হ্যাকিংয়ের ঝুঁকি কমবে – কারণ QR কোড প্রতিবার নতুন তৈরি হয়।

২) এসএমএস ডিলে বা সিম সমস্যা এড়ানো যাবে – লগইন হবে আরও দ্রুত।

৩) সুবিধাজনক ও সহজলভ্য – ক্যামেরা থাকলেই লগইন করা যাবে।

 

কবে থেকে চালু হচ্ছে ?

গুগল খুব শিগগিরই এই QR কোড ভিত্তিক অথেনটিকেশন সিস্টেম চালু করবে। তখন থেকে এসএমএসের অপেক্ষায় থাকতে হবে না,শুধু স্ক্যান করলেই লগইন।

আপনার জিমেইল অ্যাকাউন্টের নিরাপত্তা আরও শক্তিশালী করতে গুগলের এই নতুন আপডেটের জন্য প্রস্তুত থাকুন

সিলেট প্রতিদিন/এসডি.