শাল্লায় দুর্নীতির বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও পথসভা সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৫ নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ডাকবাংলোর সামনে এসে পথসভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাজ্জাক মিয়া। এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব হোসেন শিশু, বিএনপি নেতা আজাহারুল ইসলাম, হবিবপুর ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি ডা. ওসমান গনি, উপজেলা যুবদল নেতা শফিক মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা আওয়ামী সরকারের দুর্নীতি ও লুটপাটের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। তারা সরকারের অনিয়মের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp জেলার খবর বিষয়: BNPNews updateShallaSunamganjSylhetSylhet Pratidin