বিমসটেক শীর্ষ সম্মেলনে মোদির সঙ্গে ইউনূসের বৈঠক হবে না

প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০২৫

নিউজ ডেস্ক:

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য বিমসটেক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,৩ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনরওয়াত্রার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদি একমাত্র দ্বিপক্ষীয় বৈঠকটি করবেন,যা দুদেশের সম্পর্ক পর্যালোচনার উদ্দেশ্যে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পক্ষ থেকে,মোদিকে অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠক করার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছিল।

 

তবে,ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর সম্প্রতি এক সংসদীয় প্যানেল বৈঠকে বলেন,ভারতের মতে,এখনও আলোচনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি।

 

এই সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ক এবং ভবিষ্যতে সম্ভাব্য দ্বিপক্ষীয় আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সিলেট প্রতিদিন/এসডি.