মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন,৪৬ মিনিট পর ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫ নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে সোমবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। জানা যায়,আগুনটি ভবনের নিচতলার জেনারেটর রুমে বৈদ্যুতিক গোলযোগের কারণে ছড়িয়ে পড়ে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, দ্রুত খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় ৪৬ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক জানিয়েছেন,শর্ট সার্কিট থেকে জেনারেটরে স্পার্কের কারণে আগুনের সূত্রপাত হয়। তবে,দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসার পর জাদুঘরের কার্যক্রম স্বাভাবিক রূপে ফিরে আসে। মফিদুল হক আরো জানান,জাদুঘরের সংগ্রহশালা এবং প্রদর্শনী চলমান রয়েছে এবং আগুনের কারণে সেগুলোর কোনো ক্ষতি হয়নি। এ ঘটনার পর মুক্তিযুদ্ধ জাদুঘরের কর্মকর্তা ও দর্শনার্থীরা নিরাপদে স্থান ত্যাগ করেন। তবে,ঘটনার পর কর্তৃপক্ষ বিষয়টি আরও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp জাতীয় বিষয়: DhakaFire ServiceNews updateSylhet Pratidinঢাকামুক্তিযুদ্ধ জাদুঘর