লোহাগাড়ায় মর্মান্তিক দুর্ঘটনা: মা-বাবাহারা আরাধ্যার জন্য দেশজুড়ে প্রার্থনা সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৫ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি বন রেঞ্জ কার্যালয়ের সামনে ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান,বেলা ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রেমা ইসলাম নামে আরও একজন মৃত্যুবরণ করেন। এর আগে,গত বুধবার (২ এপ্রিল) সকালেই ঘটনাস্থলে ১০ জন প্রাণ হারান বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে। বর্তমানে দুর্ঘটনায় আহত দুইজন এখনও চমেক হাসপাতালে চিকিৎসাধীন। আইসিইউতে ভর্তি ছিলো শিশু আরাধ্যা বিশ্বাস এবং ২৬ নম্বর ওয়ার্ডে রয়েছে দুর্জয় কুমার বিশ্বাস। দুর্ভাগ্যজনকভাবে,ছোট্ট আরাধ্যা সেই দুর্ঘটনায় হারিয়েছে তার মা-বাবাকে। মারাত্মক আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল চমেক হাসপাতালে। শিশুটির মাথায় আঘাত রয়েছে, দুই পায়ে প্লাস্টার দেওয়া হয়েছে এবং শরীরের আরও কিছু স্থানে জখম হয়েছে বলে জানান শিশু বিভাগের চিকিৎসক ডা. ধীমান চৌধুরী। চিকিৎসকদের পরামর্শে শুক্রবার (৪ এপ্রিল) আরাধ্যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তার পাশে রয়েছেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন -এর ঢাকা ও চট্টগ্রাম টিম। ফাউন্ডেশনের পক্ষ থেকে সবুজ দাস গুপ্ত জানান,”শুধু চিকিৎসা নয়,আরাধ্যার মানসিক আঘাতেও আমরা সান্ত্বনার ছায়া দিতে চেষ্টা করছি। সে এখন কেবল একজন রোগী নয়, আমাদের পরিবারের অংশ।” দুঃসহ এই সময়ে দেশজুড়ে মানুষের কাছে অনুরোধ জানানো হয়েছে—প্রার্থনায় রাখুন এই শিশুটিকে,আশীর্বাদ করুন যেন সে সুস্থ হয়ে উঠতে পারে। সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর সদস্যরা বলেছেন;”এটা কেবল দায়িত্ব নয়,ভালোবাসার অঙ্গীকার। আসুন,মানবতা দিয়ে এক শিশুর ভবিষ্যৎ গড়ি।” সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp জাতীয় বিষয়: ChittagongDhakaLuhagraNews updateRoad AccidentSylhet Pratidin