শিক্ষকদের ওপর পুলিশের হামলায় নাগরিক কমিটির নিন্দা সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫ সত্যজিৎ দাস: স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার জাতীয়করণের দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলনে পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। রোববার (২৬ জানুয়ারি) ঢাকার শাহবাগে শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপকে ‘গণতন্ত্র পরিপন্থী’ উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত বলেন,“আন্দোলন করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। পুলিশি হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারকে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করতে হবে।” তিনি আরও জানান,গত ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আন্দোলনে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি,যা শিক্ষকদের প্রতি চরম অবহেলার প্রমাণ। জাতীয় নাগরিক কমিটি মনে করে,’এই ধরনের দমন-পীড়ন গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করে। কমিটি আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার এবং শিক্ষকদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে’। শিক্ষক নেতারা জানান,’তাদের শান্তিপূর্ণ আন্দোলন চলমান থাকবে এবং তারা সরকার থেকে যথাযথ উদ্যোগ আশা করছেন’। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp জাতীয় বিষয়: BangladeshDhakaNews updatePoliceSylhet PratidinTeacherজাতীয় নাগরিক কমিটি