ক্রিকেটের শক্তিকে কাজে লাগিয়ে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৫

তথ্য প্রযুক্তি ডেস্ক:

এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ শুরু হতে যাচ্ছে। তারণ্যের উৎসব-২০২৫ এর অন্যতম লক্ষ্য নতুন বাংলাদেশ গড়া। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে বিপিএল-২০২৫-কে সাজানো হয়েছে তরুনদের জাতীয় লক্ষ্য অর্জনের সোপান হিসেবে। নতুন আঙ্গিকের এই বিপিএল এর লক্ষ্য দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করা,ক্রিকেটের শক্তিকে কাজে লাগিয়ে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা।

 

তারুন্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে গত (৩০/১২/২০২৪) তারিখে সন্ধ্যা ০৬:০০ ঘটিকায় ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোঃ নাহিদ ইসলাম তার বাসভবনে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর ”তারুন্য” ও ”অদম্য” নামে ২ (দুই) টি স্পেশাল ডাটা প্যাকেজ উদ্বোধন করেন।

 

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক,টেলিযোগাযোগ বিভাগের সম্মানিত সচিব ড. মোঃ মুশফিকুর রহমান, টেলিটক এর ব্যবস্থাপনা পরিচালক জনাব নুরুল মাবুদ চৌধুরী এবং সেলস্ এন্ড মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক জনাব সালেহ মোঃ ফজলে রাব্বী

 

তারুণ্য প্যাকেজে রয়েছে ৯৭ টাকায় ৭ জিবি ডাটা, ৩০ দিন এবং অদম্য প্যাকেজে গ্রাহক পাবে ২৮৩ টাকায় ৩০ জিবি ডাটা,মেয়াদ ৫০ দিন। প্যাকেজ ২ টি রিচার্জ এবং USSD Code যথাক্রমে *১১১*২০২৫# ও *১১১*২৮৩# ডায়াল করে অ্যাক্টিভ করা যাবে

 

”তারুন্য” ও ”অদম্য” স্পেশাল ডাটা প্যাকেজ টেলিটক এর গ্রাহক সেবা কেন্দ্র,রিটেইল চ্যানেল,মাই টেলিটক অ্যাপ ও টেলিটক এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও অ্যাক্টিভ করা যাবে। বিস্তারিতঃ www.teletalk.com.bd.

সিলেট প্রতিদিন/এসডি.