John Prescott:যুক্তরাজ্যের সাবেক উপ-প্রধানমন্ত্রী লর্ড জন প্রেসকট আর নেই সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪ আন্তর্জাতিক ডেস্কঃ আজ (বৃহস্পতিবার) যুক্তরাজ্যের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লর্ড জন প্রেসকট (৮৬) মারা গিয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবরটি জানানো হয়েছে। তিনি একজন প্রখ্যাত ট্রেড ইউনিয়ন কর্মী ছিলেন। ১৯৯৭ সালের সাধারণ নির্বাচনে লেবার পার্টি বিজয়ের পর উপপ্রধানমন্ত্রী হিসাবে তিনি ১০ বছর দায়িত্ব পালন করেন। জনের মৃত্যুর বিষয়টি তার স্ত্রী ও দুই ছেলে নিশ্চিত করেছেন। তারা আরও উল্লেখ করেন, সাবেক উপপ্রধানমন্ত্রী আলঝেইমারের রোগে আক্রান্ত ছিলেন এবং মৃত্যুর আগে তিনি একটি সেবাকেন্দ্রেই ছিলেন। জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্যের সাবেক দুই প্রধানমন্ত্রী, টনি ব্লেয়ার ও গর্ডন ব্রাউনও । সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আন্তর্জাতিক বিষয়: