ভারতের রেডারে বাংলাদেশের চালকবিহীন আকাশযান সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪ logopit 1734408606128 আন্তর্জাতিক ডেস্ক: মেঘালয়ের আন্তর্জাতিক সীমান্তে বেশ কিছু চালকবিহীন আকাশযান ভারতের রেডারে ধরা পড়েছে বলে বিএসএফ সূত্রের অভিযোগ। বাংলাদেশের ছাতক ও সুনামগঞ্জের উত্তরাঞ্চলে জিরো পয়েন্ট থেকে মাত্র দু’শো মিটার দূরে এগুলি উড়ছিল। মাঝে মাঝে বাংলাদেশের এলাকা পেরিয়ে যাচ্ছিল তারা। ভারতীয় নিরাপত্তা বাহিনী সূত্রের অভিযোগ,ওই ড্রোনগুলি বাংলাদেশেরই। দুই দেশের সম্পর্কে সাম্প্রতিক টানাপড়েনের সময়ে এই ধরনের বাংলাদেশি ড্রোনের সীমান্ত লঙ্ঘনের চেষ্টার অভিযোগটি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিএসএফ সূত্রের দাবি,এই আকাশযানগুলির মধ্যে একটির নম্বর টিবিটুআর১০৭১। বাংলাদেশের তেজগাঁও বিমানঘাঁটি থেকে সেটি ওড়ানো হচ্ছিল। বিএসএফ জানিয়েছে,ভারতীয় বিমানবাহিনী ড্রোনটিকে চিহ্নিত করতে পেরেছে। এই ড্রোনগুলি এত উঁচুতে উড়তে পারে যে,সচরাচর খালি চোখে ধরা যায় না। মেঘালয়ের ডিজিপি আই নঙরাঙ জানান,তিনি বিষয়টি নিয়ে বিএসএফ এবং বিমানবাহিনীর সঙ্গে কথা বলেছেন। বিএসএফের বক্তব্য,ভারতীয় বিমানবাহিনীই বিষয়টি বাংলাদেশের নজরে আনতে পারে। সাধারণ ড্রোনের মতো নিচু দিয়ে ওড়ানো হলে তাঁরা এ নিয়ে কথা বলতে পারতেন। তবু ভারতীয় সীমান্তরক্ষীরা মেঘালয়ের ৪৪৩ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে বলে এক বিএসএফ কর্তার দাবি। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আন্তর্জাতিক বিষয়: