Arrested:হবিগঞ্জে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৪ হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ও সহ-সভাপতি সন্তোষ দাশকে পুলিশ গ্রেফতার করেছে। ২০১৪ সালের ১৭ ই সেপ্টেম্বর জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেওয়ার বিচারের বিরোধী মিছিলে আওয়ামীলীগ নেতাদের নেতৃত্বে হামলা চালানোর অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। উক্ত মিছিলে ব্যবসা প্রতিষ্ঠান হামলা ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছিল। এ ঘটনার প্রায় ১০ বছর পর গত (১৪ সেপ্টেম্বর) জামায়াত নেতা সদর ইউনিয়নের সভাপতি শাহ মো. আলাউদ্দিন বাদী হয়ে সাইফুল জাহান চৌধুরী ও সন্তোষ দাশকে ১৯ নাম্বার আসামী করে মামলা দায়ের করে। এছাড়াও নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীসহ আওয়ামীলীগের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। । বুধবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ শহরে অভিযান চালিয়ে সন্তোষ দাশকে গ্রেফতার করে। পরে রাত সাড়ে ৭টার দিকে মধ্যবাজার এলাকায় অভিযান চালিয়ে সাইফুল জাহান চৌধুরীকে গ্রেফতার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, জামায়াতে ইসলামীর নেতা মো. আলাউদ্দিনের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে এই দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সিলেট ২৪ বাংলা/বিডিবি সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp আলোচিত সংবাদ বিষয়: