এবারের দুর্গোৎসব কিছুটা স্পর্শকাতর-এম নাসের রহমান সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৫ সত্যজিৎ দাস: আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, “এবারের দুর্গোৎসব কিছুটা স্পর্শকাতর। ছাত্র-জনতার অভ্যুত্থানে এক বছর আগে দেশে স্বৈরাচারের পতন ঘটেছে। তবে তার ছায়া এখনো পুরোপুরি কেটে যায়নি। বিপুলসংখ্যক স্বৈরাচারপন্থী নেতাকর্মী প্রতিবেশী দেশে অবস্থান করছে। আসন্ন উৎসবকে কেন্দ্র করে তারা সুযোগ নিতে পারে।” তিনি বলেন,“আমাদের উচিত দল-মত নির্বিশেষে হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ানো,যাতে তারা নির্বিঘ্নে নিজেদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালন করতে পারেন। আত্মতুষ্টিতে ভোগা যাবে না। প্রতিটি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক রাখতে হবে,বিশেষ করে রাতের বেলায়। পুলিশ থাকলেও নিজেদের সতর্কতা জরুরি। কোনো সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।” নাসের রহমান আরও বলেন,“সকল আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে। পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা জরুরি। মেলা বসলে তা যেন মণ্ডপ থেকে দূরে হয়,কারণ তা নিরাপত্তার ঝুঁকি বাড়াতে পারে। পুলিশের পাশাপাশি plain-clothes সদস্যদেরও মাঠে থাকতে হবে,এতে অপরাধী শনাক্ত সহজ হবে।” রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে মৌলভীবাজার সদর মডেল থানার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন। সঞ্চালনা করেন ওসি গাজী মাহবুবুর রহমান। সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন,জেলা জামায়াতে ইসলামীর আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি এডভোকেট সুনীল কুমার দাশ,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান,জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী, মাওলানা জামিল আহমেদ আনসারি,এনসিপির জেলা সমন্বয়ক ফাহাদ আলম,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য স্বাগত কিশোর দাশ চৌধুরী এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি আশু রঞ্জন দাশসহ বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp জেলার খবর বিষয়: Durga Puja newsLaw and order meeting MoulvibazarPuja mandap security 2025নাসের রহমান দুর্গাপূজা বক্তব্যপূজা উদযাপনবাংলাদেশ হিন্দু সম্প্রদায় নিরাপত্তামৌলভীবাজার খবরমৌলভীবাজার দুর্গাপূজা ২০২৫