মাধবপুরে সহিংসতা:যুবলীগ নেতা বাচ্চু মিয়া গ্রেপ্তার

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৫

শেখ জাহান রনি (মাধবপুর প্রতিনিধি):

হবিগঞ্জের মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতা ও ভাঙচুরের অভিযোগে যুবলীগ নেতা মোঃ বাচ্চু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) ভোরে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বাঘাসুরা ইউনিয়নের পুরাইকলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতারকৃত বাচ্চু মিয়া (৪২) পুরাইকলা গ্রামের মৃত মিয়া ধনের পুত্র এবং বাঘাসুরা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি

মাধবপুর থানার ওসি জানান,গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা,সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর,অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে বাচ্চু মিয়ার সম্পৃক্ততা পাওয়া গেছে। এছাড়াও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে তার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রের তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানায়,মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সিলেট প্রতিদিন/এসডি.