বালাগঞ্জে বিএনপির ঈদ পুনর্মিলনীতে গণতন্ত্র ও ঐক্যের বার্তা সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫ হেলাল আহমদ (বালাগঞ্জ প্রতিনিধি): সিলেটের বালাগঞ্জে উপজেলা বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) বালাগঞ্জ লতিফ কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে নেতাকর্মীদের মিলনমেলা ঘটে। সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল মিয়া মেম্বার এবং সঞ্চালনায় ছিলেন সুহেল আহমেদ তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক কে আর জসিম উপস্থিত থেকে বলেন, “বিএনপির মূল লক্ষ্য জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। রক্তস্নাত আন্দোলনের ধারাবাহিকতায় আমরা একদিন একটি সাম্যবাদী,মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সক্ষম হবো।” অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব এম এ মালিক। তিনি নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশবাসীর কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সেইসাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন: – বালাগঞ্জ উপজেলা বিএনপির নেতা শেখ জামাল আহমেদ খলকু। – বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক যুবদল নেতা কাওছার আহমেদ। – জিয়া সংসদের সভাপতি জামান আলী জুয়েল। – সহ-দপ্তর সম্পাদক জাকির হোসেন। – ছাত্রদল নেতা মিজান আহমদ,রাজু আহমদ,রেজওয়ান আহমদ,শাহীন আহমেদ প্রমুখ। কাওছার আহমেদ তার বক্তব্যে বলেন, “জনগণের শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে হবে। দেশব্যাপী স্বৈরাচার বিরোধী আন্দোলনে প্রবাসী নেতাদের ভূমিকা অনস্বীকার্য,বিশেষ করে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের। এই আন্দোলনই একদিন স্বৈরতন্ত্রের অবসান ঘটাবে।” পূর্বসূরি নেতাদের স্মরণ,ঈদের শুভেচ্ছা বিনিময় এবং ঐক্যের বার্তায় মুখর ছিল পুরো আয়োজন। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসাহ ও নতুন উদ্দীপনা। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp জেলার খবর বিষয়: BalaganjBNPEid-2025News updateSylhetSylhet Pratidin