মাধবপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা,স্বামী গ্রেপ্তার

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২৫

শেখ জাহান রনি (মাধবপুর প্রতিনিধি):

হবিগঞ্জের মাধবপুরে পবিত্র ঈদুল ফিতরের দিন স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে গৃহবধূ আঙ্গুরা (২২) শ্বাসরোধে নিহত হয়েছেন। এই ঘটনায় স্বামী নাজমুল মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (২ এপ্রিল) ভোররাতে মাধবপুর থানা পুলিশ নোয়াখালীর সুধারাম থানা এলাকা থেকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নাজমুল মিয়াকে গ্রেপ্তার করে। নাজমুল উপজেলার হাড়িয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।

 

নিহত আঙ্গুরার পিতা মোহাম্মদ আলী জানান,বিয়ের পর থেকেই স্বামী নাজমুল মিয়া তার মেয়েকে নির্যাতন করতেন। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ-বিচার অনুষ্ঠিত হয়েছিল। ঈদুল ফিতরের দিন সকালে নাজমুলের পরিবারের সদস্যরা আঙ্গুরার অসুস্থতার খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে দেখতে পান আঙ্গুরাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং নাজমুল পালিয়ে গেছে।

 

আঙ্গুরার পিতা আরও জানান,নাজমুল মাদকাসক্ত ছিল এবং টাকা চেয়ে প্রায়ই তার মেয়েকে মারধর করত। ৬ বছর আগে আঙ্গুরার সাথে নাজমুলের বিয়ে হয় এবং তাদের ৫ বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবপুর থানার এসআই শাহনুর ইসলাম জানিয়েছেন,গ্রেপ্তারকৃত নাজমুলকে হবিগঞ্জ বিচারিক আদালতে নিয়ে রিমান্ডের আবেদন জানানো হবে।

সিলেট প্রতিদিন/এসডি.