সুনামগঞ্জে হেযবুত তওহীদের উদ্যোগে ঈদের জামাত সম্পন্ন সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৫ মোঃ হাসান আলী (সুনামগঞ্জ প্রতিনিধি): সুনামগঞ্জে হেযবুত তওহীদের উদ্যোগে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ এপ্রিল) সকাল ৯টায় শহরের বিসিক শিল্পনগরীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সভাপতি মো. জাকির হোসেনের ইমামতিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে হেযবুত তওহীদের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় মুসল্লি, নারী ও শিশুরাও অংশ নেন। সুশৃঙ্খল ও শালীন পরিবেশে নামাজ আদায়ের পর মুসলিম উম্মাহর শান্তি, সৌহার্দ্য ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। নামাজ শেষে ধর্মীয় ভ্রাতৃত্বের নিদর্শন হিসেবে মুসল্লিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করেন। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp জেলার খবর বিষয়: Eid-2025News updateSpecialSunamganjSylhet Pratidin