সাচনাবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তায় আনিসুল হকের উদ্যোগ

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৫

মোঃ হাসান আলী (সুনামগঞ্জ প্রতিনিধি):

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে ঈদ উপহার হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় জামালগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আনিসুল হকের সার্বিক ব্যবস্থাপনায় এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন;আলহাজ্ব আনিসুল হক,যিনি কেন্দ্রীয় কৃষকদলের সহ সাধারণ সম্পাদক ও জেলা কৃষকদলের আহবায়ক। এ ছাড়া জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শফিকুর রহমানসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান এবং তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ বাদল মিয়া।

 

এছাড়া অনুষ্ঠানে সাচনা বাজারের ব্যবসায়ীরা ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানান। সেই সাথে আলহাজ্ব আনিসুল হক বলেন,সাচনাবাজার ও জামালগঞ্জ উপজেলা সদর এলাকায় একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের পাশাপাশি সাচনাবাজারে সরু রাস্তাগুলো প্রশস্ত করার জন্য ব্যবসায়ী এবং দোকান মালিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, যদি তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হন, তবে এই এলাকার উন্নয়নে তার প্রতিশ্রুতি থাকবে।

 

বিশেষভাবে,গত ৯ মার্চ সাচনাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় তিনি সকল ধর্মের মানুষের সমর্থনে এই অঞ্চলের উন্নয়নকে রোল মডেলে পরিণত করার প্রতিশ্রুতি দেন।

 

এছাড়া,সুনামগঞ্জ-১ আসনের সকল উপজেলাকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন ত্বরান্বিত করার জন্য স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

সিলেট প্রতিদিন/এসডি.