মুহূর্তেই শেষ দুটি প্রাণ: ঠাকুরগাঁওয়ে ট্রাক-পাগলু সংঘর্ষ সিলেট প্রতিদিন সিলেট প্রতিদিন প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫ হাসিনুজ্জামান মিন্টু (ঠাকুরগাঁও প্রতিনিধি); বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে একটি ট্রাক ও স্থানীয়ভাবে তৈরি ডিজেলচালিত তিন চাকার যান ‘পাগলু’র মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৮:৪৫ মিনিটে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়,’বালিয়াডাঙ্গী থেকে দ্রুতগতিতে আসা একটি আলু বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ‘পাগলু’ গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন এবং পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়’। দুর্ঘটনায় নিহতরা হলেন:- ১) জয়ন্ত রায় (২৯),চেয়ারম্যানপাড়া,বালিয়াডাঙ্গী উপজেলা। ২) আরফান (২৩),মধুপুর,বালিয়াডাঙ্গী উপজেলা। আহতরা হলেন:- ১) মহসিনা বেগম (৪৫),নাহিড়ী এলাকা,বালিয়াডাঙ্গী। ২) আসিয়া জান্নাত (৩),নাহিড়ী এলাকা,বালিয়াডাঙ্গী (অবস্থা গুরুতর)। ৩) আকলিমা (২২),জামাইবাড়ি,পীরগঞ্জ। ৪) মুরাদ (২৪),মহুবাসি গ্রাম,ঠাকুরগাঁও সদর। ঠাকুরগাঁও ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন জানান,আহতদের মধ্যে তিন বছর বয়সী শিশু আসিয়া জান্নাতের অবস্থা আশঙ্কাজনক। ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান জানিয়েছেন, ‘দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও সহকারী পালিয়ে গেছেন। পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে’। বাংলাদেশে সড়ক দুর্ঘটনা একটি প্রধান নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে অপ্রশিক্ষিত চালক,অপরিকল্পিত যানবাহন এবং অতিরিক্ত গতির কারণে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। বিশেষজ্ঞরা বলছেন,ট্রাফিক নিয়ন্ত্রণের কঠোর আইন, জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পরিবহন নীতি গ্রহণ করা না হলে,এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা বাড়তেই থাকবে। সিলেট প্রতিদিন/এসডি. সিলেট প্রতিদিনসত্যের খোঁজে প্রতিদিন Share this post: Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp জেলার খবর বিষয়: AccidentNews updateSylhet PratidinThakurgaon